May 21, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

আখ চাষ করলেই গাড়ীর তেলের দাম থেকে মুক্তি

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

পেট্রোল, ডিজেল কিংবা গ্যাস নয়,  আখের রস দিয়েই চলবে গাড়ি! ভারতের নাগপুর কিংবা মুম্বাই গেলে এই ‘মিষ্টিযানের’ যাত্রী হতে পারেন আপনিও৷

ভাবছেন এমনটা কী ভাবে সম্ভব? এই অসম্ভব বিষয়টি সম্ভব হয়েছে বিজ্ঞানের বদৌলতে। এই গাড়ির ধোয়া থেকে ছড়াবে না দূষণ৷ মিলবে পেট্রোল, ডিজেলের থেকে কম দামে৷ তথ্যটি জানিয়েছে শর্করা প্রযুক্তি বিশেষজ্ঞ এন কে শুক্লা।

তিনি বলেছেন, আখের রস থেকে পাওয়া ইথানলের সাহায্যেই গাড়ি চলানো যাবে৷ যা ইথাইল অ্যালকোহল নামে পরিচিত৷ এটি একেবারে পরিশুদ্ধ অ্যালকোহল৷ এক মেট্রিক টন আখ থেকে মিলবে ৭৫ লিটার ইথানল৷ তিনি দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন৷

পেট্রোল, ডিজেলের দাম দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে গাড়ির বাজারে রীতিমতো ভাটা পড়ে গিয়েছে৷ এরিমধ্যেই ডিজেলের জন্য ভারত সরকারকে খরচ করতে হয়েছে প্রায় ১১২ কোটি বৈদেশিকমুদ্রা৷ ভবিষ্যতে যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবীদরা৷ এখন থেকেই যদি পেট্রোল-ডিজেলের বিকল্প ব্যবস্হা নেওয়া হয় তবে তা বড়ধরণের আর্থিকসঙ্কট থেকে মুক্তি পাবে ভারত।

আর আখ থেকে যদি গাড়ির তেল পাওয়া যায় তবে আখ চাষি ও আখ ব্যবসায়ীদের জীবনে পরিবর্তন আসবে। এই আখই মূলধনের কাজ করবে৷ অন্যদেশেও তা বিক্রি হবে ভাল দামে৷

মুম্বাই এবং নাগপুরে দুটি বাস এবং একটি গাড়ি চলছে আখের রস দিয়ে৷ অন্যান্য গাড়ির তুলনায় এই গাড়িগুলিতে বেশি উঠছে যাত্রীরা। কারণ আখের রসে গাড়ি চলছে শুনেই

নির্দিষ্ট সময়ের বাস ছেড়ে দিয়ে যাত্রীরা অপেক্ষা করছেন এই গাড়ির জন্যই৷

Related Posts

Leave a Reply