May 19, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

জঙ্গি গুনতে কংগ্রেসকে পাকিস্তানে যাওয়ার পরামর্শ দিলেন রাজনাথ 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

য়ার স্ট্রাইকে মৃত জঙ্গির সংখ্যা জানতে কংগ্রেসকে পাকিস্তানে যাওয়ার পরামর্শ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, কংগ্রেসের যদি প্রয়োজন হয়, তবে পাকিস্তানে গিয়ে কতজন জঙ্গির মৃত্যু হয়েছে তারা গুনে আসতে পারে।

মঙ্গলবার আসামের ধুবড়ি জেলার ঝগড়ারপার স্টেডিয়ামে একটি জনসভা থেকে বিরোধীদের উদ্দেশ্যে তোপ দাগেন রাজনাথ। তিনি বলেন ‘অন্য রাজনৈতিক দলের কিছু নেতারা প্রায়ই জিজ্ঞাসা করছেন এয়ার স্ট্রাইকে কতজন জঙ্গি মারা গেছেন। আজ অথবা আগামীকাল সেই সংখ্যাটা সামনে আসবে। পাকিস্তান এবং তাদের নেতারাই জানেন কতজন জঙ্গি মারা গেছেন।’

তিনি আরও বলেন ‘বিমান হামলার পর কি আমাদের বিমান বাহিনী সেখানে ১-২-৩-৪-৫ করে লাশ গুনবে? এটা কি ধরনের মজা?’ স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি ‘ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন (এনটিআরও)-ও জানিয়েছে যে বিমান বাহিনীর দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক চালানোর ঠিক আগে বালাকোটে ৩০০ মোবাইল ফোন সক্রিয় ছিল। এই মোবাইল ফোনগুলো কি গাছেরা ব্যবহার করছিল? আপনারা কি এনটিআরও’এর রিপোর্টকেও মান্যতা দেবেন না?’

একসময় কংগ্রেসকে তোপ দেগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ‘আমরা কংগ্রেস বন্ধুরা যদি মনে করেন যে মৃত্যুর সংখ্যাটা তাদের জানা উচিত, তবে আমি তাদের বলবো আপনারা যদি চান তবে পাকিস্তানে যেতে পারেন এবং সেখানে গিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে মৃত্যুর সংখ্যা জানতে পারেন।’

 

Related Posts

Leave a Reply