May 10, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

টিউমার ভেবে অপারেশন, কিন্তু যা বেরোল দেখে তা দেখে ডাক্তারই…..

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

দ্ভুত এক ঘটনার সাক্ষী হলেন চিকিৎসকরা। টিউমার অপারেশনের জন্য ভর্তি এক বৃদ্ধার জরায়ুর পাশ থেকে উদ্ধার হলো একটি প্লাস্টিক বল। চিকিৎসকদের মতে বিরল এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের আনন্দপুরীতে। বৃদ্ধা বর্তমানে একটি বেসরকারি নাসিংহোমে চিকিৎসাধীন।

৭৬ বছরের মালা রায় (নাম পরিবর্তিত) ১৫ দিন আগে পেটের যন্ত্রণা, ইউরিনের সমস্যা নিয়ে স্ত্রীরোগ বিশেষজ্ঞ সঞ্জীব কর্মকারের কাছে চিকিৎসার জন্য আসেন। চিকিৎসক তাঁকে কিছু পরীক্ষা করতে বলেন। চলতি মাসের ২ তারিখে আলট্রাসনোগ্রাফি করার পর ধরা পড়ে যে তাঁর জরায়ুতে টিউমারের মতো কিছু একটা রয়েছে। গতকাল সেই টিউমার অস্ত্রোপচার করতে গিয়ে অবাক হন চিকিৎসকরা। তাঁরা দেখেন, ওই বৃদ্ধার জরায়ুর পাশে প্রায় আড়াই ইঞ্চি ব্যাসের একটি প্লাস্টিক বল রয়েছে। অস্ত্রোপচার করে বের করা হয় বলটি। এই ঘটনায় হতবাক সবাই। চিকিৎসক সঞ্জীব বলছেন, এই ধরনের ঘটনার কথা আগে কোনোদিন শুনিনি। আমার মতে, এটি বিরল একটি ঘটনা।

কিন্তু, এতবড় বলটি কি করে ওখানে এলো এই প্রশ্নের উত্তরে চিকিৎসক বলছেন, “এটা তো আমি বলতে পারব না। রোগীকে জিজ্ঞাসা করুন। আর রোগী বলেছেন, “আমি কিছু জানি না।”

Related Posts

Leave a Reply