May 14, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

এবার টাকা ধার পাবেন এই মোবাইল অ্যাপের্ কাছে, কিভাবে?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

ঠাৎ টাকার প্রয়োজন হলে আর বন্ধুদের কাছে হাত পেতে ধার করার দরকার নেই। এখন থেকে আপনাকে টাকা ধার দিবে মোবাইল অ্যপ cashE। এখান থেকেই আপনি এমার্জেন্সি সময়ে টাকা ধার করতে পারবেন।  শুধু আপনার ফোনটি অ্যান্ড্রয়েড হবে। তবে টাকা ধার দেওয়ার জন্য cashE অ্যাপের কিছু শর্ত রয়েছে। যা আপনাকে পূরণ করতে হবে। তবে আসুন দেখে নিন কি কি শর্ত দিয়ে এই অ্যাপটি।

১। cashE অ্যাপ শুধুমাত্র চাকুরিরত ব্যক্তিদেরই টাকা ধার দেয়। ব্যবসায়ী, কিংবা বেকার লোকেদের টাকা ধার দেয় না।

২। আপনার যত টাকা মাইনে, তার ওপরে সবথেকে বেশি ৪০ শতাংশ টাকা ধার দেবে এই অ্যাপ। এবং ১৫ দিনের জন্য।

৩। ১.৫ শতাংশ সুদে এই অ্যাপ টাকা ধার দেয়। 

৪। শুধুমাত্র ফেসবুক এবং LINKEDLN ID থেকে সাইন-ইন করে টাকা ধার নিতে পারবেন।

৫। টাকা ধার নেওয়ার জন্য আপনাকে আমনার ইমেল আইডি, ফোন নম্বর এবং প্যান কার্ডের স্ক্যান কপি জমা দিতে হবে।

৬। এরই সঙ্গে আপনাকে আপনার ঠিকানার তথ্য, পে স্লিপ এবং ব্যাঙ্ক স্টেটমেন্টও জমা দিতে হবে।

৭। যিনি এই সুবিধা ব্যবহার করতে চান, তাঁকে প্রথমে কত টাকা ধার নিচ্ছেন তার ওপর ৪৫০, ৭০০ বা ১২৫০ টাকা প্রসেসিং ফি দিতে হবে। এর পর আর কোনও ফি দিতে লাগবে না।

Related Posts

Leave a Reply