May 17, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

সেফটি পিন পরে আজব বিরোধ 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :  

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫ তম রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরোধে এক আজব ব্যবস্থা গ্রহণ করেছে দেশের জনগণ। মার্কিনিরা সেফটি পিন পরে এই বিরোধ দেখছেন।

অনেকেরই প্রশ্ন, তবে কী ট্রাম্প বিরোধীতা করেই মার্কিনিরা সেফটি পিন পরছে? না, ঠিক ট্রাম্প বিরোধীতা নয়। এর পেছনে রয়েছে ভিন্ন কারণ।

নির্বাচনের আগেই ট্রাম্প তার নীতি সম্পর্কে বহু বিষয় জানিয়ে দিয়েছেন। আর এসব নীতির মধ্যে রয়েছে অভিবাসী ও অন্যান্য সংখ্যালঘুদের বিতাড়িত করা। এবিষয়টির বিরোধীতাই করছেন সেফটি পিন পরিধানকারীরা। তারা অভিবাসী ও সংখ্যালঘুদের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্যই পরছেন এ সেফটি পিন।
সম্প্রতি ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ দেখা দেয় । এ বিক্ষোভে প্রায় ২৫টি শহরে কমবেশি প্রভাবিত হয়েছে। আর এ বিক্ষোভেই একে অন্যকে সংহতি জানানোর জন্য সেফটি পিন পরতে উৎসাহিত করা হচ্ছে।

Related Posts

Leave a Reply