May 13, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

এবারের বিশ্বকাপের ৫ আতঙ্ক !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

র মাত্র কয়েকটা দিন। দেশের ভটভট পর্ব মিটতেই শুরু হতে চলেছে ক্রিকেটের মহাযজ্ঞ৷ এবারের বিশ্বকাপে বিভিন্ন দেশেই রয়েছে বেশ কিছু ভালো বোলার। তাদের মধ্যেই কিছু বোলার হয়ে উঠতে পারেন আতংকের আরেক নাম ! দেখে নেওয়া যাক তারা করা……

কাগিসো রাবাদা- হাতে রয়েছে দুরন্ত সব ইয়ার্কার। দুরন্ত ফর্মে রয়েছেন দক্ষিণ আফ্রিকান এই ফাস্ট বোলার রাবাদা। জীবনের প্রথম বিশ্বকাপে ব্যাটসম্যানদের কাছে ত্রাস হয়ে ওঠার ক্ষমতা রাখেন এই ক্রিকেটার। এখনও পর্যন্ত ৬৬টি ওয়ান ডে ম্যাচে ১০৬টি উইকেট পেয়েছেন তিনি।

জাসপ্রীত বুমরা- ভারতের সেরা অস্ত্র। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এইতরুণ প্রতিভা। ইতিমধ্যেই ৪৯টি ওয়ানডে ম্যাচ খেলে ঝুলিতে ৮৫টি উইকেট।

মিচেল স্টার্ক- ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের সেরা গেম চেঞ্জার হতে পারেন মিচেল স্টার্ক। মাইকেল ক্লার্কের নেতৃত্বে গত বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল স্টার্কের৷ সর্বোচ্চ ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হন এই পেসার।

ট্রেন্ট বোল্ট- স্টার্কের সঙ্গে একই পংতিতে থেকে ২২ টি উইকেট তুলে নিয়েছিলেন নিউজিল্যান্ডের এই বাঁ-হাতি পেসার। নিউজিল্যান্ডকে ফাইনালে তোলার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বোল্ট। এবারের বিশ্বকাপে ভয়ংকর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছেন এই কিউয়ি পেসার।

হাসান আলি- পাকিস্তানের নবতম বিস্ময়। ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৩ উইকেট তুলে নিয়ে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছিলেন হাসান। বিশ্বকাপে এই ক্রিকেটারের ওপরেই ভরসা রাখছে পাকিস্তান। ৪৪ টি ওয়ানডে খেলে ৭৭ উইকেট তুলে নিয়েছেন হাসান আলি।

Related Posts

Leave a Reply