May 19, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

কমোডে আটকে পড়া শিশু উদ্ধারে খরচ পাঁচ কোটি!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

বাচ্চা মানুষ করা যে সহজ ব্যাপার নয়, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন লন্ডনবাসী৷ যার ফল বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ-দমকলবাহিনী পর্যন্ত যেতে হচ্ছে তাদের৷ শুধুমাত্র কমোড ও রেলিংয়ে আটকে যাওয়া বাচ্চাদের উদ্ধার করতেই বছরে প্রায় পাঁচ কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে ব্রিটেন সরকারের কোষাগার থেকে৷

লন্ডন ফায়ার ব্রিগেড সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে নাকি প্রায় দেড় হাজার এই ধরনের অভিযোগ জমা পড়েছে৷ যার মধ্যে ৯৯৯ নম্বরে সবচেয়ে বেশি ফোন এসেছে, বাচ্চা কমোডে আটকে যাওয়ার৷ বেশিরভাগ ক্ষেত্রেই যা ক্ষুদ্র সমস্যাই হয়ে থাকে৷ দমকল কর্মীরা যাওয়ার আগেই তার সমাধান হয়ে গিয়ে থাকে৷

এই কারণেই আগে কমিউনিটি সেফটি গ্রুপের ম্যানেজার মার্ক হ্যাজেলটন হামেশাই বাবা-মাকে খুঁটিনাটি প্রশ্ন করে ঘটনার গুরুত্ব জেনে নেন৷ তারপর ঘটনাস্থলে রওনা দিতে কর্মীদের নির্দেশ দেন৷ শিশু সুরক্ষা সপ্তাহের আগে বাবা-মাকেও সন্তানদের বেশি করে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন তিনি৷ তবে, নিজে বাবা হিসেবে জানেন সেটা কত শক্ত কাজ৷

Related Posts

Leave a Reply