May 16, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

মাকড়সার জাল লাগালেই ব্যথা- ক্ষত নিমেষে উধাও 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

সিনেমার পর্দায় ‘স্পাইডার ম্যান’কে যতই মনে ধরুক, বাড়ির কোণে মাকড়সার বুনে যাওয়া জাল মোটেও পছন্দের জিনিস নয়৷ অতএব ঝুলঝাড়ুর হাতেই তার নিকেশ অবশ্যম্ভাবি৷ কিন্তু জানেন কি? অযাচিত এই জালগুলিতেই লুকিয়ে আছে চোট-আঘাত সারানোর অমোঘ উপায়৷

আজ থেকে নয় এই সত্য বহু প্রাচীন৷ গ্রিক ও রোমানদের যুদ্ধের ইতিহাসে এর উল্লেখ পাওয়া যায়৷ সেই সময় যুদ্ধ-বিগ্রহ লেগেই থাকত৷ সৈন্যদের চোট-আঘাত লাগা নিয়মিত ঘটনা ছিল৷ এই আঘাত দ্রুত যাতে সেরে যায়৷ সেই কারণেই মাকড়সার জাল গজের মতো চোটের উপর ব্যবহার করা হত৷ এতে নাকি ওষুধের থেকেও ভাল কাজ হত৷

সাম্প্রতিক এক গবেষণায় জানা গিয়েছে, মাকড়সার জালের এই ক্ষত নিরাময়ের অসামান্য ক্ষমতার কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘K’ রয়েছে৷ যা দ্রুত রক্ত জমাট বাঁধতে সাহায্য করে৷ মাকড়সার জালের অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ফাঙ্গাল ক্ষমতাও রয়েছে৷ যা শুধুমাত্র চোট-আঘাতকেই সারিয়ে তুলতে সাহায্য করে না, লিগামেন্টের চোট সারিয়ে তুলতেও সাহায্য করে৷ এমনকী, অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রেও এর অবদান অনস্বীকার্য৷

তবে খেয়াল রাখতে হবে, মাকড়সার জালটি যেন অপরিষ্কার না হয় কিংবা বিষাক্ত না হয়৷ এর জন্য কী করতে হবে? যেখান থেকে মাকড়সার জাল সংগ্রহ করবেন৷ দেখে নিতে হবে যেখানে যেন ব্ল্যাক উইডো কিংবা অন্য কোনও বিষাক্ত প্রাণী রয়েছে কিনা৷ আর ভাল করে দেখে নিতে হবে জালে যেন কোনও নোংরা কিছু আটকে না থাকে৷ তারপর জালটিকে গুটিয়ে গজের মতো করে নিতে হবে এবং চোটের উপর লাগিয়ে তাতে ব্যান্ডেজ বেঁধে দিতে হবে৷ ব্যাস! নিমেষে ব্যাথা উধাও৷

Related Posts

Leave a Reply