May 19, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ধর্ম

সাবধান! ঘরে দেওয়ালে এই ছবি রাখলেই সুখ-শান্তি জলাঞ্জলি

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

র পাঁচজনের মতো স্বাভাবিকভাবে আপনিও চান বাড়িতে সুখ ও শান্তি বজায় থাকুক। কিন্তু অনেক সময় অজান্তেই হয়তো ভুল করে ফেলেন। অনেকেই এমন ভাবেন যে, কিছু কারণে নিজের অগোচরেই বাড়িতে ‘অশুভ শক্তি’ প্রবেশ করে। এসব কারণের মধ্যে রয়েছে বাড়িতে জীব-জন্তুসহ কিছু বিশেষ স্থাপত্য বা প্রাকৃতিক দৃশ্যের ছবি রাখা৷ তাদের মতে, এতে শারীরিক ও মানসিক সমস্যায় পড়তে হয় বাড়ির বাসিন্দাদের৷  এদের মতে, বাড়ির দেওয়ালে এমন কোনও পেইন্টিং করাবেন বা ঝোলানো উচিৎ না- কারণ, বাস্তু মতে এধরনের ছবি বাড়ি-ঘরে টানালে তা অশুভ শক্তি ডেকে আনে। আমরা বিশ্বাস করি আর না করি, আসুন জেনে নেই এমন কিছু ধারণার কথাRelated image

তাজমহল

পৃথিবীর সপ্তম আশ্চর্যের সৌন্দর্য মন ভরিয়ে দেয় পর্যটকদের৷ কিন্তু সকলেই জানেন, তাজমহল যতই সুন্দর হোক, তা আসলে মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের সমাধি৷ তাই বাড়ির দেওয়ালে তাজমহলের ছবি না আকাঁ বা না টাঙানোই ভাল৷ এই ছবি মৃত্যু ও ধ্বংস ডেকে আনে৷

Related image

জলের ধারা

নদী বা ঝরনার জলের ধারা৷ যা স্থায়ী নয়৷ অস্থায়ী অবস্থার প্রতীক এই পেন্টিং বাড়ির আর্থিক স্থায়িত্বের উপর খারাপ প্রভাব ফেলে৷ অর্থ উপার্জন এবং সঞ্চয় ক্ষেত্রে আপনি বারবারই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন৷ অকারণে অর্থ খরচ হয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল৷

হিংস্র জীবজন্তু

বন্যপ্রাণী পছন্দ করেন অথবা ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফারদের বাড়িতে নানা ধরনের হিংস্র জীবজন্তুর ছবি দেখা যায়৷ তবে বাড়ির দেওয়ালে এ ধরনের ছবি না আঁকাই বুদ্ধিমানের কাজ হবে৷ এতে দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকে৷

নটরাজ মূর্তি

অনেক নৃত্যশিল্পীর বাড়ির দেওয়ালে শোভা পায় নটরাজের মূর্তি৷ তাঁদের ধারণা স্বয়ং মহাদেব দেওয়ালে স্থান পেলে সংসারে শান্তি বজায় থাকবে৷ কিন্তু তাঁরা হয়তো ভুলে যান নটরাজ আসলে ধ্বংসের অবতার৷

ডুবন্ত জাহাজ

ডুবন্ত জাহাজ বা নৌকার পেন্টিং দেখতে হয়তো ভাল লাগে৷ কিন্তু বাস্তু মতে যে কোনও মূল্যে এই ছবি এড়িয়ে যাওয়াই শ্রেয়৷ এই ধরনের ছবি বাড়িতে শুভ শক্তি ঢুকতে বাধা দেয়৷ শুধু দেওয়ালেই নয়, বাড়িতে বা কাজের জায়গায় এরকম কোনও ছবি থাকলে তা যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলুন৷ নাহলে সৌভাগ্য আপনার দরজায় কড়া নাড়বে না৷

Image result for photo of mahabharat on house wall

মহাভারতের ছবি

হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে অনেকের বাড়িতেই মহাভারতের ঢুকরো দৃশ্যের ছবি দেখা যায়৷ অনেকের দেওয়ালে আবার পাণ্ডব-কৌরবদের লড়াইয়ের পেন্টিংও ফুটে ওঠে৷ কিন্তু এই দৃশ্যে হতাশা, দুঃখ ও যুদ্ধই ধরা পড়ে৷ যা বাস্তু অনুযায়ী অশুভের প্রতীক৷

শিশুর কান্না

চিত্রশিল্পীরা হাতের শৈলীতে কাগজে বা দেওয়ালে জীবন্ত করে তুলতে পারেন জীবনের নানা মুহূর্তের ছবি৷ যেমন এই ছবিটি৷ যেখানে শিশুর চোখে জল৷ নিঃসন্দেহে ছবির সৌন্দর্য শব্দাতীত৷ কিন্তু তা সত্ত্বেও এটিকে আপনার বাড়িতে ঠাঁই দেবেন না৷ এধরনের ছবি দুঃখের বার্তা বয়ে আনে সংসারে৷ পরিবারে সৌভাগ্যের ইতি ঘটে৷

যুদ্ধ অথবা কালা জাদু 

বাস্তু মতে, যুদ্ধ, হিংসা, কালা জাদু অথবা অলৌকিক কোনও পেন্টিং পরিবারের মানুষের উপর খারাপ প্রভাব ফেলে৷ এতে সংসারে ভাঙন ধরতে পারে৷ নানা মানসিক অশান্তি হতে পারে৷

Related Posts

Leave a Reply