May 12, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

এ কেমন জায়গা যেখানে কেবল দোকান আছে, দোকানদার নেই !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ 

মিজোরামের ছোট্ট একটি গ্রাম শেলিং। পাহাড়, ঝরণা, পাহাড়ের চাষ আবাদ নিয়ে ছবির মতো সুন্দর একটি গ্রাম। ভারতবর্ষের মধ্যে সৎ মানুষের বসবাস হিসেবে সবথেকে এগিয়ে থাকবে মিজোরাম। সেটা এই গ্রাম দেখলেই বোঝা যায়। আর পাঁচটা গ্রামের মতো এই গ্রামেও আছে দোকান। গ্রামে ঢুকলেই দেখা যাবে সারিবদ্ধ দোকান। পাওয়া যাচ্ছে বিভিন্ন সবজি, ফল কিন্তু এই দোকানে কেবল নেই কোনও দোকানদার। স্থানীয় ভাষায় যার নাম লু ঘা লউ দর। বাংলায় যার অর্থ দোকানদার ছাড়াই দোকান।

দোকান বলতে একটি মাচা, তার উপরে একটা ছাউনি। সেই মাচায় রাখা বিভিন্ন রকম শাকসবজি, ফল। রাখা আছে একটি দামের তালিকা। সেখান থেকে নিজের প্রয়োজনমতো জিনিস কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। সবজির পাশে রাখা রয়েছে একটি কৌটো। যেখানে প্রয়োজনীয় দাম দিয়ে যাচ্ছেন ক্রেতারা। দোকানে পণ্যের তালিকায় রয়েছে সবজি, ফল, ফলের রস, ছোটো মাছ, শামুক।

শেলিংয়ের এই দোকানগুলো চালায় মূলত কৃষকরা। চাষের সবজি নিজেদের ব্যবহারের জন্য রেখে বাকিটা এই দোকানে বিক্রি করেন তাঁরা। সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মিজোরামের শেলিং গ্রামের কৃষকরা। যাঁরা প্রমাণ করেছেন সততাই এখনও একমাত্র মূলধন।

Related Posts

Leave a Reply