May 15, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

গাঁজা ফেরানোর টুইট করে রসবোধে এগিয়ে আসাম পুলিশ

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ভারতের উত্তরাঞ্চলীয় আসাম পুলিশ যতটা না তার কাজে প্রশংসা পেয়েছে তার থেকে বেশি পরিচিত পেয়েছেন একটি বেঙ্গাত্তক টুইটে। প্রায় ৫৯০ কেজি গাঁজা উদ্ধারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি টুইট করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে আসাম পুলিশ । সেই টুইট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, আসাম পুলিশ ওই গাঁজা আসামের ধুবরি জেলা পুলিশ উদ্ধার করেছে। বাজেয়াপ্ত করা হয় ট্রাকটি।  এই গাঁজা উদ্ধারের পর ব্যাঙ্গাত্মক ভাষায় একটি টুইট করে লিখেছে, ‘কেউ কি চাগোলিয়া চেকপোস্টের কাছে ৫৯০ কেজি গাঁজা ও একটি ট্রাক হারিয়েছেন? ভয় পাবেন না। আমরা খুঁজে পেয়েছি। দয়া করে ধুবরি পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। নিশ্চিতভাবেই তারা সহযোগিতা করবে। দারুণ কাজ করেছে টিম ধুবরি।’

টুইটে ঝুড়ে দেওয়া ছবিতে দেখা যাচ্ছে, কমপক্ষে ৫০টি বড় কার্টুন উদ্ধার করেছে পুলিশ। ভারতে টুইটারে সৃজনশীল ব্যঙ্গ করার ক্ষেত্রে খ্যাতি রয়েছে মুম্বাই পুলিশের। এবার সেই ব্যাঙ্গাত্মক পথেই হাঁটল আসাম পুলিশ।

Related Posts

Leave a Reply