May 15, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

চাঁদে হুড়োহুড়ির আসল রহস্য !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

চাঁদ একমাত্র প্রাকৃতিক উপগ্রহ এবং সৌর জগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ। এই উপগ্রহে রয়েছে বিপুল পরিমাণ ‘হিলিয়াম-৩’, যা পৃথিবীতে শক্তির যাবতীয় চাহিদা মেটাতে পারে অন্তত ১০ হাজার বছরের জন্য। পৃথিবীতে ৫ হাজার কিলোগ্রাম ওজনের কয়লা পোড়ালে যতটা শক্তি উৎপাদন হয়, চাঁদে মাত্র ৪০ গ্রাম হিলিয়াম-৩ মৌল থেকে তৈরি হতে পারে ততটাই শক্তি!

ভারত এবং চীনের মতো দেশগুলো বুঝে গেছে, অপ্রচলিত উপায়ে শক্তি উৎপাদনের সেরা হাতিয়ারটি রয়েছে চাঁদেই। হিলিয়াম-৩ কীভাবে কাজে লাগবে পৃথিবীতে শক্তি উৎপাদনে? আমাদের এই গ্রহের তিন ভাগই জল আর এক ভাগ স্থল। সেই জলে রয়েছে প্রচুর পরিমাণে ডয়টেরিয়াম অক্সাইড (D2O)। এই ডয়টেরিয়াম অক্সাইডের সঙ্গে হিলিয়াম-৩ মৌলের বিক্রিয়া ঘটালেই জন্ম হতে পারে বিপুল পরিমাণ শক্তির। মনে করা হচ্ছে, চাঁদে যে বসতি গড়ার পরিকল্পনা চলছে, এই হিলিয়াম-৩ মৌলটিই তার শক্তির চাহিদা মেটাতে সক্ষম হবে।

Related Posts

Leave a Reply