May 17, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

নোংরা’ সেলফি তুলে পুরস্কার স্মার্টফোন!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

সেলফি এখন আর একটা শব্দ নয় কেবল। সেলফি একটা রোগের নাম, যার দ্বারা আক্রান্ত তরুণ প্রজন্মের বড় অংশ। সোশাল মিডিয়ায় মিনিট কয়েক স্ক্রল করলেই বোঝা যায় সেলফির হিড়িক কোন জায়গায় পৌঁছেছে। ঠিক এই হিড়িককেই হাতিয়ার করে অভিনব পদক্ষেপ নিল ভারতের জামশেদপুরের পুরসভা। আজকের প্রজন্মকে স্বচ্ছ ভারত অভিযানের প্রতি উৎসাহী করতে জামশেদপুরের ম্যাঙ্গো নোটিফায়েড এরিয়া কমিটি ঘোষণা করেন, ডাস্টবিনের সামনে দাঁড়িয়ে যিনি সেরা সেলফিটি তুলবেন, তাঁকে পুরস্কার হিসেবে একটি স্মার্টফোন দেওয়া হবে।

জামশেদপুর শহর লাগোয়া ম্যাঙ্গো নোটিফায়েড এলাকায় প্রায় ৩ লক্ষ মানুষের বাস। এই পুরো এলাকায় বাসিন্দাদের ডাস্টবিন ব্যবহারে উৎসাহ দিতে ও স্থানীয় যুবকদের ‘স্বচ্ছ ভারত’-এর প্রচারে সামিল করতে এই অভিনব প্রতিযোগিতা শুরু করেছিল ম্যাঙ্গো নোটিফায়েড এরিয়া কমিটি।

জানা গেছে,এই প্রতিযোগিতার জন্য ফেসবুকে একটি পেইজও তৈরি করে ম্যাঙ্গো নোটিফায়েড এরিয়া কমিটি। সেই পেজেও ডাস্টবিনের সামনে তোলা সেলফিটি শেয়ার করেন উৎসাহীরা। পরে লাকি ড্রয়ের মাধ্যমে তিনজন বিজেতাকে বেছে নেওয়া হয় । বিক্রেতাকে পুরস্কার হিসেবে হাতে স্মার্টফোন তুলে দেয় নোটিফায়েড এরিয়া কমিটি।

নোটিফায়েড এরিয়া কমিটির স্পেশাল অফিসার সঞ্জয় কুমার জানান, ‘আজ-কালকার ছেলেমেয়েরা সেলফিতে ভীষণভাবে আসক্ত। তাই শহরকে পরিষ্কার রাখার বিষয়ে তাঁদের সচেতন করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Related Posts

Leave a Reply