May 10, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

চলন্ত ট্রেনেই এবার বিনোদনের ব্যবস্থা রেলের!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

দেশজুড়ে এবার চলন্ত ট্রেনেই ওয়াই-ফাইয়ের মাধ্যমে দেখা যাবে সিনেমা, গান, জনপ্রিয় টিভি শো।সবটাই বিনামূল্যে। রেলমন্ত্রী পীযূষ গয়াল টুইট করে রেলের এই অভিনব পদক্ষেপের কথা জানান। তিনি লেখেন, ‘আশা করি যাত্রীদের ভীষণ পছন্দ হবে এই পরিষেবা! খুব শীঘ্রই আপনার ফোনে আপনার প্রিয় সিনেমা, শো এবং গান স্ট্রিমিং করতে পারবেন।’ রেলের এই নতুন পরিষেবার নাম দেওয়া হচ্ছে ‘রেলটেল’।

রেলটেলের মাধ্যমে একাধিক ভাষায় সমস্ত অনুষ্ঠান দেখা যাবে মোবাইলে। চলন্ত ট্রেনে বাফার ছাড়া ভিডিও স্ট্রিম করার জন্য ট্রেনের কামরাতেই থাকবে মিডিয়া সার্ভার। সিনেমা, মিউজিক ভিডিও, সিরিয়ালগুলিকেও নিয়মিত বদল করা হবে। তবে ভিডিও স্ট্রিমিংয়ের মাঝে মাঝেই থাকবে বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন থেকেই পরিষেবার সমস্ত খরচ তুলে নেওয়ার পরিকল্পনা করেছে ইন্ডিয়ান রেলওয়ে।

Related Posts

Leave a Reply