May 20, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

থেকেও ‘নেই’ এর দলে বিশ্বে ১১০ কোটি মানুষ 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

বিশ্বে তাদের কোনও পরিচয় নেই। সরকারিভাবে তারা ‘নেই’এর দলে। আর সেই ‘নেই’ মানুষের সংখ্যা এখন ১০০ কোটিরও ওপরে। গোটা বিশ্বে সরকারি খাতায় নাম নেই এমন মানুষের অস্তিস্ত্ব মূলত আফ্রিকা ও এশিয়ায় ছড়িয়ে।

হাতে কোনও পরিচয় পত্র নেই। ফলে নিজেদের অস্তিত্ব প্রমাণ করারও কোনও রাস্তা নেই এদের সামনে। তাই যাবতীয় সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। পাচ্ছেন না শিক্ষা বা স্বাস্থ্য পরিসেবা, তাদের জন্য দেশের কোনও দায় নেই, দায় নেই সমাজেরও। ফলে এদের মধ্যে বাড়ছে অসামাজিক কাজকর্মের প্রবণতা। এমনই সতর্কবার্তা জাতিসঙ্ঘের। নামপরিচয়হীন এইসব মানুষগুলোর সংখ্যা ক্রমশ বাড়চে কারণ এদের নবজাতকদেরও কোনও জন্মনথিভুক্তিকরণ হচ্ছে না।

গবেষণা অনুযায়ী বর্তমানে পৃথিবীর জনসংখ্যা প্রায় ৭শ’ কোটি। তার মধ্যে ১১০ কোটি মানুষ পরিচয়হীন হয়ে বেঁচে আছে আজও। যাদের অধিকাংশই এশিয়া ও আফ্রিকার বাসিন্দা। পরিচয় না থাকায় স্বাস্থ্য, শিক্ষা, আর্থসামাজিক সুবিধা থেকে এরা বঞ্চিত, এমন রিপোর্ট পেশ করেছে বিশ্বব্যাংকও। অন্যদিকে, সরকারি নথিতে এই অদৃশ্য মানুষদের এক তৃতীয়াংশই শিশু বলে জানাচ্ছে জাতিসঙ্ঘ।

সম্বলহীন এই সব মানুষদের দারিদ্র থেকে মুক্তি দিতে, নতুন ডিজিটাল আইডেন্টিফিকেশন প্রোগ্রাম চালু করা হচ্ছে। পাশাপাশি সিভিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করার ভাবনাও রয়েছে। এই জন্য বরাদ্দ করা হয়েছে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। বরাদ্দ করেছে বিশ্বব্যাংক।

Related Posts

Leave a Reply