May 18, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বেলি ডান্স দেখিয়ে লগ্নি টানছে পাকিস্তান ?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস  :

মোষ বাঁচাতে না পারলেও এবার বোধহয় বেলি ডান্সাররা পারবে? এরকমটাই ভেবেই পাকিস্তান মনে হয় ভেঙে পড়া অর্থনীতির হাল বেলি ডান্সারদের হাতে দিল ।অর্থনৈতিক মন্দাবস্থা কাটাতে বিদেশি বিনিয়োগ টানার লক্ষ্যে আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত একটি বাণিজ্য সম্মেলনে বিদেশি বিনিয়োগ টানতে পাকিস্তান বেলি ড্যান্সারদের সাহায্য নিল।

বাণিজ্য সম্মেলনে ‘বেলি ডান্স’র আয়োজন করায় পাকিস্তানের সমালোচনা শুরু হয়েছে দেশের ভেতরেও। পাকিস্তানের এই ‘অভিনব’ ভাবনার সমালোচনায় সরব হয়েছে পাকিস্তানেরই বিভিন্ন মহলের হাজার হাজার মানুষ।

গত ৪ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত আজারবাইজানের বাকুতে একটি বাণিজ্য সম্মেলনের আয়োজন করে ‘সরহদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (এসসিসিআইপি)। এই সম্মেলনে উপস্থিত ছিলেন কয়েকটি দেশের বিশিষ্ট শিল্পপতিরা। আর এই শিল্পপতিদের মনোরঞ্জনের জন্য এখানে ‘বেলি ডান্স’র আয়োজন করা হয়।

মনে  করিয়ে দি, ভারতের মহাকাশ যান চন্দ্রযান-২ এর ব্যর্থ অভিযান নিয়ে তীব্র কটাক্ষ করেছিলেন পাকিস্তানের বিজ্ঞানবিষয়ক মন্ত্রী ফাওয়াদ হুসেন। কিন্তু সেই পাকিস্তানের এমন আয়োজনে সমালোচনায় মেতেছে গোটা বিশ্ব ।

বাণিজ্য সম্মেলনে ‘বেলি ডান্স’র কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সম্মেলনে বেলি ড্যান্সের একটি ভিডিও টুইটারে টুইট করে পাকিস্তানি সাংবাদিক গুল বুখারি বিদ্রুপ করে লিখেছেন, ‘যখন অর্থনীতিবিদরা বেলি ড্যান্সারদের সাহায্যে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করার চেষ্টা করেন…।’

অনেকেই এই ঘটনাকে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ‘নয়া পাকিস্তান’ বলেও বিদ্রুপ করেছেন। কেউ আবার চীনে পাকিস্তানের গাধা রফতানির সঙ্গে এই ঘটনার তুলনা করে সমালোচনায় সামিল হয়েছেন। কেউ লিখেছে যাক মোষ যা পারল না এবার বেলি ডান্স পারবে।

Related Posts

Leave a Reply