May 16, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

চাঞ্চল্য: অজানা গ্রহে প্রাণের সন্ধান ! 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

জানা এক গ্রহে তবে কি এবার মিলতে চলেছে প্রাণের সন্ধান। তেমনটাই ইঙ্গিত দিচ্ছে নাসা। মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্রের দেওয়া এই তথ্যের পর চাঞ্চল্য ছড়িয়েছে মহাকাশ বিজ্ঞানী মহলে। জলের অস্তিত্বের কারণেই এখানে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভবনা প্রবল। গ্রহটির নাম দেওয়া হয়েছে ‘‌কে ২ ১৮ বি’।‌

জানা গেছে, পৃথিবী থেকে গ্রহটি ১১১ আলোকবর্ষ দূরে অবস্থান করছে। নাসা জানাচ্ছে, সেখানকার বায়ুমণ্ডলে আদ্রতা রয়েছে। ফলে সেখানে জলের অস্তিত্ব থাকার সম্ভবনা প্রবল। এখানে প্রাণের অস্তিত্বের খোঁজে জোর সন্ধান চালাতে শুরু করেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দাবি, ‘‌কে ২ ১৮ বি’ নামক গ্রহটির ভর পৃথিবীর ভরের প্রায় আটগুণ। এই গ্রহটিও পৃথিবীর মতো একটি নক্ষত্র জগতে অবস্থান করছে।

Related Posts

Leave a Reply