May 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

১৭৩ বলে ২৯ রানও তুলতে পারলো না ওপারবাংলা! অনুর্ধ-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

নুর্ধ-১৯ এশিয়া কাপের ফাইনালে জিতে চ্যাম্পিয়ান ভারত। একই সঙ্গে জয়ের ধারা অব্যাহত রাখলো ভারতের পরের প্রজন্মের ক্রিকেটাররা। এই নিয়ে মোট আটটি এশিয়া কাপের মধ্যে সাতবারই চ্যাম্পিয়ন হল ভারত। একবার তারা পাকিস্তানের সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়। একবার চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। ফাইনালে ভারত কখনও হারেনি। আজ ভারতের দেওয়া মাত্র ১০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০১ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ।

শনিবার শ্রীলঙ্কার আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে বাংলাদেশের বোলারদের সামনে মুখ থুবড়ে পরে ভারত। ৩২.৪ ওভারে ১০৬ রানে অলআউট হয়ে যায় তারা। কঠিন পরিস্থিতিতে নিরাশ করেনি ভারতীয় বোলাররা। মাত্র ১৬ রানে ৪ উইকেট হারিয়ে ধুকতে থাকে বাংলাদেশ। একসময় ১৭৩ বলে বাংলাদেশে প্রয়োজন ছিল মাত্র ২৯ রান। হাতে ২ উইকেট। এই অবস্থাতেও ম্যাচ জিততে অক্ষম হয় ভারতের প্রতিবেশী দেশটি।

 

Related Posts

Leave a Reply