May 19, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

পিঁয়াজকে টেক্কা দিয়ে এবার আকাশ ছুঁলো টমাটো 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ৎসবের মরশুমে পেঁয়াজের দামের ঝাঁঝ কাঁদিয়ে ছেড়েছিল বহু মধ্যবিত্তকে । মানুষের ধারণা ছিল পুজো কাটলে দাম নেমে আসবে। কিন্তু এবার দুর্গাপুজো কাটতে না কাটতেই দিওয়ালির আগে পিঁয়াজকে টেক্কা দিয়ে ক্রমবর্ধমান টমাটোর দাম। রাজধানী দিল্লিতে এই অগ্নমূল্য সব্জি অনেককেই হতবাক করেছে!

 ৯ অক্টোবর দেশের রাজধানী দিল্লিতে টমাটোর দাম ছিল প্রতি কেজিতে ৮০ টাকা। ১০ অক্টোবর দাম খানিকটা নিম্নমুখী প্রতি কেজিতে পৌঁছে যায় ৬২ টাকায়। টমাটোর দামের এই ঘোরাফেরা উৎসবের মরশুম জুড়ে থাকবে বলে মনে করছেন অনেকেই।কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, রাজধানী দিল্লিতে টমাটোর দাম ৯ অক্টোবর গড়ে ছিল ৫৪ টাকা প্রতি কেজির হিসাবে।

জানা গিয়েছে, দক্ষিণের একাধিক রাজ্যে অতিবৃষ্টির জেরে টমাটোর উৎপাদনে প্রভাব পড়ে যায়। যার ফলে এই মুহূর্তে চাহিদার তুলনায় , যোগানের কমতিতে প্রভাব পড়েছে টমাটোর দামে। এক্ষেত্রে কর্ণাটক, তেলাঙ্গানার পাহাড়ি এলাকাগুলিতে টমাটো চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই বছরে। আর তারই প্রভাব উৎসবের মরশুমে পড়তে চলেছে।

যদিও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ইতিমধ্যেই বেশ খানিকটা কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। এদিকে, মধ্যপ্রদেশে পেঁয়াজের দামের উর্ধ্বগতি রুখতে মধ্যপ্রদেশের কমলনাথ সরকার ইতিমধ্যেই মজুতকৃত পেঁয়াজের পরিমাণ নিয়ে একাধিক কড়া পদক্ষেপ নিয়ে ফেলেছে। ফলে মনে করা হচ্ছে, আপাতত দিওয়ালির আগে , পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ খানিকটা সহজ হবে। 

Related Posts

Leave a Reply