May 17, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বুকার জয়ী প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা ইনি     

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বিশ্বে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে এই বছর বুকার পুরস্কার জিতে নিলেন ব্রিটিশ লেখিকা বার্নার্ডাইন এভারিস্টো। তিনি তার ‘গার্ল, ওম্যান, আদার’-এর জন্য এই পুরস্কার জেতেন। একই সঙ্গে ৭৯ বছর বয়সে দ্বিতীয় বারের জন্য ‘বুকার’ জিতে ইতিহাস গড়লেন মার্গারেট অ্যাটউড। এই কানাডিয়ান লেখিকা ‘এ হ্যান্ডমেইডস টেল’-এর সিক্যুয়েল ‘দ্য টেস্টামেন্টস’জন্য এই পুরস্কার যেতেন। সোমবার বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন এই পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়।

এর আগে মাত্র দু’বার বুকার পুরস্কার ভাগাভাগি করে নেওয়ার মতন ঘটনা ঘটেছে। ১৯৭৪ সালে নাদিন গোরডাইমার ও স্ট্যানলি মিডলটন এবং ১৯৯২ সালে মাইকেল ওন্দাজে ও ব্যারি আন্সওর্থ যৌথভাবে এ পুরস্কার জেতেন। শুধু প্রথা ভেঙে যৌথভাবে পুরস্কার জেতাই নয়, এককভাবেও রেকর্ড গড়েছেন এবারের বিজয়ীরা। এটি মার্গারেট অ্যাটউডের দ্বিতীয়বার বুকার জয়। তাছাড়া, ৭৯ বছর বয়সে এ পুরস্কার জেতায় তিনি হচ্ছেন সবচেয়ে বেশি বয়সী বুকারজয়ী।

Related Posts

Leave a Reply