May 15, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular সফর

  থাইল্যান্ডের সেই থাম লুয়াং গুহা: আজ খুলে দেওয়া হলো পর্যটকদের জন্য

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

থাইল্যান্ডের বিখ্যাত হয়ে ওঠা সেই থাম লুয়াং গুহার কথা মনে পড়ে? গত বছর জুন মাসে যা হয়ে উঠেছিল বিশ্ববাসীর অন্যতম চর্চার বিষয়। ২০১৮ সালের ২৩ জুন পর্যন্ত ১৭ দিন সেখানে আটকে থাকে ১২জন কিশোর ফুটবলার এবং তাদের কোচ। পরবর্তীকালে তাঁদের বাঁচাতে এক শ্বাসরুদ্ধর অভিযানের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব।

আজ শুক্রবার সকালে পর্যটকদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয় সেই গুহা। এদিন প্রায় দুই হাজার পর্যটক গুহায় প্রবেশ করেন। গত প্রায় ১৬ মাসে ১০ লাখ পর্যটক গুহায় বেড়াতে এলেও কেউ ভেতরে প্রবেশ করতে পারেননি। ২০১৮ সালে গুহাটিতে বেড়াতে যায় দ্য ওয়াইল্ড বোরস নামের স্কুল পড়ুয়াদের একটি ফুটবল দল। গুহার ভেতর প্রবল বন্যার জেরে আটকে পড়েন তারা। ১৭ দিনের মাথায় প্রায় ৯০ জন ডুবুরির এক বিশেষ দল তাদের উদ্ধার করেন।

Related Posts

Leave a Reply