May 13, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

কোথাও তিনটি চুমু তো কোথাও নাক ঘষে অতিথিকে স্বাগত করাই নিয়ম  

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে অপরিচিতদের মাঝে বাতাসে চুমু উড়িয়ে অভিবাদন জানানো একটি সচরাচর পদ্ধতি। কিন্তু প্রতিটি জাতির এবং কিছু কিছু ক্ষেত্রে একই দেশের বিভিন্ন অঞ্চলের নিজস্ব রীতি-নীতি থাকতে পারে।
আর্জেন্টিনার পুরুষেরা পরস্পরের গালে চুমু দিয়ে অভিবাদন জানাবেন। কিন্তু বন্ধু না হলে তারা কাউকে গালে চুমু দেন না।
আরব বিশ্বে বাতাসে দুটি চুমু উড়িয়ে দেওয়া বাধ্যতামূলক, তবে তা শুধু একই লিঙ্গে মানুষের মধ্যে।

ফ্রান্সে বিষয়টি আরো জটিল রুপ ধারণ করে। যে কোনো জায়গায় চারটি চুমু (নান্তেস শহরে), দুটি চুমু (তুলুস শহরে) অথবা মাত্র একটি চুমু (ব্রেস্ত শহরে)। তবে একটি সাধারণ নিয়ম হলো ঠোট গাল স্পর্শ করতে পারবে না। তবে চুমুর মৃদু আওয়াজ শোনা যেতে হবে।

উত্তর ইউরোপের বেশিরভাগ দেশে অপরিচিতদের সঙ্গে একটি দৃঢ় হ্যান্ডশেক আর বন্ধুদেরকে একটি চুমু দিয়ে অভিবাদন জানানো হয়।

রাশিয়ায় অপরিচিতজনদের সঙ্গে হ্যান্ডশেক করার সময় হাত ঝাঁকানো হয়না। আর দরজার ভেতরে একজন বাইরে একজন এমন অবস্থায় হ্যান্ডশেক করা হয় না। দুজনেই দরজার যে কোনো একদিকে আসার পর হ্যান্ডশেক করা হয়।

চুমু দেওয়ার সময় প্রথমে কোথায় তাক করতে হবে? পর্তুগালে সাধারণত বাম থেকে ডানে চুমু দেওয়া হয়, কিন্তু ফ্রান্সের স্ট্রসবুর্গে ডান থেকে বামে চুমু দেওয়া হয়।

হাতগুলো আপনার নিজের জন্যই

অপরিচিতজনকে চুমু বা স্পর্শ করাটা এশিয়ায় কঠোর চোখে দেখা হয়। থাইল্যান্ডে সাধারণত মাথা নুইয়ে হাতজোড় করে অভিবাদন জানানো হয়। অনেকটা প্রার্থনার মতো করে। কম্বোডিয়া থেকে ইন্দোনেশিয়াজুড়ে একই ভঙ্গিতে অভিবাদন জানানো হয়।

ভারতে দুজন পুরুষের মধ্যে নিস্তেজ হ্যান্ডশেক ঠিক আছে। কিন্তু নারী-পুরুষের মাঝে হ্যান্ডশেক নিষিদ্ধ। আর ভারতে বয়স্কদেরকে অভিবাদন জানানোর নিয়ম হলো মাথা নুইয়ে হাত দিয়ে পায়ের পাতায় স্পর্শ করা।

তিব্বতের মানুষেরা অভিবাদন জানাতে বিরল এক ঐতিহ্যবাহী অঙ্গভঙ্গি করেন। তারা জিহ্বা বের করে পরস্পরকে অভিবাদন জানান। অবশ্য সবসময়ই একটু দূরত্ব বজায় রেখে কাজটি করা হয়।

Related Posts

Leave a Reply