May 16, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

সস্তায় পেঁয়াজ বেচতে সরকারি বাবুদের মাথায় ‘হেলমেট’ 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

পেঁয়াজের ঝাঁঝে চোখে জল পশ্চিমবঙ্গের মতো বিহারের বাসিন্দাদের। বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ৮০ থেকে ১০০ টাকা। বহু চেষ্টা করেও পরিস্থিতি সামাল দিতে পারছেন না সরকারি কর্মকর্তারা। অবস্থা নিয়ন্ত্রণে বাজারে গিয়ে সরকারি কর্মীরা পেঁয়াজ বিক্রি করছেন ৩৫ টাকা কেজি দরে।

কিন্তু ক্রেতাদের সুরাহা দিতে কম দামে পেঁয়াজ বিক্রি করতে গিয়ে প্রাণের দায়ে পড়েছেন সরকারি কর্মকর্তারা। তাই বাঁচতে সরকারি কর্মীরা পেঁয়াজ বেচছেন হেলমেট পরে। হুড়োহুড়ি কিংবা ক্রেতাদের হামলা থেকে বাঁচতে হেলমেট পরে পেঁয়াজ বিক্রি করছেন তারা।

বিহার স্টেট কোঅপারেটিভ মার্কেটিং ইউনিয়ন লিমিটেডের পক্ষ থেকে প্রতিজনকে দুই কেজি পেঁয়াজ দেওয়া হচ্ছে ৩৫ টাকা কেজি দরে। তবে কারও বাড়িতে বিয়ে থাকলে তাদের বিয়ের কার্ড দেখাতে হচ্ছে। তাহলেই মিলবে ২৫ কেজি পেঁয়াজ।

এভাবে পেঁয়াজ বিক্রি করতে গিয়ে বেশ কয়েক জায়গায় পদপৃষ্টে র ঘটনাও ঘটেছে। সেকথা মাথায় রেখে শনিবার হেলমেট পরে বাজারে এসেছেন তারা।

রাজ্য সরকারের কর্মকর্তা রোহিত কুমার জানিয়েছেন, পেঁয়াজ বিক্রি করার সময় পাথর ছোড়া ও পদপৃষ্টের মতো ঘটনা ঘটেছে। সরকার পেঁয়াজ বিক্রয় কর্মীদের পুলিশি নিরাপত্তা দেয়নি। এভাবেই নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেরাই করেছি।

যদিও পরিস্থিতি সামাল দিতে বিদেশ থেকে ১২ লাখ কেজি পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। পেঁয়াজ আমদানি করার কথা হচ্ছে মিসর, তুরস্ক, নেদারল্যান্ডসসহ বেশ কয়েকটি দেশ থেকে।

Related Posts

Leave a Reply