May 11, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

চুরির রসদ না পেয়ে চোরের আজব চিঠি 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

বেচারা চোর! কষ্টে জানালা ভেঙে ঘরে ঢুকেছিল লক্ষী লাভের আশায়। গভীর রাতে অনেক কষ্টে ভেঙেছিল বাড়ির প্রধান দরজা। কিন্তু বাড়িতে ঢুকে তার সব পরিশ্রমই বৃহায় গেল  যখন দেখলো  চুরি করে নিয়ে যাওয়ার মতো কিছুই নেই । শেষে হতাশ হয়ে বাড়ির মালিকের উদ্দেশে চিঠি লিখে নিজের রাগ উগরে দিল চোর।

সম্প্রতি এ ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের শাজাপুর জেলার নাগিন নগরে। চুরি করতে চিরকুট লিখে ফেলে আসার এই ঘটনা জানাজানি হতেই অনেকেই হাসছেন।

নাগিন নগরের বাসিন্দা পরবেশ সোনি। সোনি পেশায় ইঞ্জিনিয়ার। সপ্তাহের শুরুতে বাড়িতে ছিলেন না তিনি। তখনই রাতে আসে চোর। এসে বহু কষ্টে সদর দরজা ভেঙে ঘরে ঢুকলেও চুরি করার মতো মূল্যবান কিছুই পায়নি সে।

পরের দিন সোনির বাড়ির কাজের লোক এসে দেখেন, বাড়ির চাদর ও বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ড্রয়িং রুমের কফি টেবিলে পড়ে রয়েছে একটি চিঠি।

সেখানে লেখা, ‘বহুত কঞ্জুস হ্যায় রে তু, খিড়কি তোড়নে কি মেহনত ভি নেহি মিলি, রাত খারাব হো গ্যায়ি।’ অর্থাৎ ‘কী কিপটে রে তুই, দরজা ভাঙার পারিশ্রমিকও পেলাম না। রাতটাই বরবাদ হয়ে গেল।’

Related Posts

Leave a Reply