May 13, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি শারীরিক

শেষে মশা মারতে ছত্রাকের বিষই ভরসা !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ত্রাকের জিনগত পরিবর্তন ঘটিয়ে ম্যালেরিয়ার সাঃ ডেঙ্গি জীবাণুবাহী মশা নিধনের নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। তাঁদের দাবি, এই ছত্রাক মাকড়সার জালের মতো বিষক্রিয়া ঘটাতে সক্ষম, যার মাধ্যমে ম্যালেরিয়াবাহী মশার ৯৯ শতাংশ নিধন সম্ভব।

গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয় ও বুরকিনা ফাসোর আইআরএসএস রিসার্চ ইনস্টিটিউট। গবেষকদের দাবি, তাঁদের লক্ষ্য মশা নির্মূল নয়, বরং ম্যালেরিয়ার বিস্তৃতি রোধ করা।

গবেষণাপত্রে বলা হয়, অ্যানোফিলিস প্রজাতির স্ত্রী মশা মেটারহিজিয়াম পিংসায়েনসে নামের ছত্রাকে আক্রান্ত হয়ে থাকে। এ ছত্রাকের জিনগত কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ফলে এসব ছত্রাক এক ধরনের বিষে পরিণত হয়। বুরকিনা ফাসোতে পরিচালিত সমীক্ষায় দেখা গেছে, ৪৫ দিনের মধ্যে ম্যালেরিয়াবাহী প্রায় ৯৯ শতাংশ মশা নিধন করতে সক্ষম এ ছত্রাক।

ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেমন্ড সেন্ট লেগার বলেন, ‘সহজেই এ ছত্রাকের জিনগত পরিবর্তন আনা যায়। পরিবর্তিত ছত্রাক এক ধরনের বিষে পরিণত হয়, যা অস্ট্রেলিয়ার এক প্রজাতির মাকড়সার শিরায় সাধারণত মেলে। তবে পরীক্ষাগারে জিন পরিবর্তনের পর এ ছত্রাক অস্ট্রেলিয়ার মাকড়সার চেয়েও বিষধর হয়ে ওঠে।’

প্রতিবছর বিশ্বে ২১ কোটি ৯০ লাখ মানুষ ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে থাকে। এ সময়ে মারা যায় চার লাখেরও বেশি মানুষ।

Related Posts

Leave a Reply