May 14, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

সাড়ে ৬ লাখ সঙ্গে নিয়ে জন্মাবে রাশিয়ার যেকোন সন্তান 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ই দেশে সন্তান জন্ম দিলেই বড় ধরণের পুরস্কার  পাবেন মা-বাবা। দেশটি হল রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনই ঘোষণা করে জানিয়েছেন রাশিয়ায় সন্তান জন্ম দিলে দম্পতিকে সাড়ে ৬ লক্ষ টাকার পুরস্কার  দেবে সরকার।

গতকাল বুধবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে পুতিন বলেন, ‘জনসংখ্যার বৃদ্ধি স্থিতিশীল রাখা আমাদের ঐতিহাসিক দায়িত্ব। আর তাই এই রাশির ঘোষণা।’

এসময়ই সন্তান জন্ম দেওয়া নতুন মা-বাবার জন্য আর্থিক প্রণোদনার অঙ্গীকার করেন রুশ প্রেসিডেন্ট। তিনি জানান, প্রথম সন্তান জন্ম দেওয়ার জন্য মা-বাবারা এককালীন ৭ হাজার ৬০০ ডলার বা প্রায় সাড়ে ছয় লাখ টাকা পাবেন। এর আগে, ২০০৭ সাল থেকে দ্বিতীয় সন্তান জন্মদানের জন্য মা-বাবাকে এই পরিমাণ টাকা দেওয়া হচ্ছে। পুতিন জানান, অন্তত ২০২৬ সাল পর্যন্ত এই প্রণোদনা দেওয়া হবে।

রাশিয়ায় এখন যে প্রজন্ম সন্তান জন্ম দিচ্ছে, তাদের নিজেদের জন্ম হয়েছিল গত শতকের নব্বইয়ের দশকে। ওই সময় আর্থিক মন্দার কারণে জন্মহার অনেকখানি কমে গিয়েছিল। তার প্রভাব এখন আবার পড়ছে।

Related Posts

Leave a Reply