May 21, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

বোলিংয়ে ‘গতি’র অনন্য রেকর্ড শ্রীলংকান কিশোরের !

[kodex_post_like_buttons]

 

Sri Lankan teenager’s unique record of ‘speed’ in bowling!

 

কলকাতা টাইমসঃ ১৭৫ কিলোমিটার বেগে বল করে ক্রিকেট মহলে হৈচৈ ফেলে দিলেন এক কিশোর। মাথিস পাতিরানা নামে শ্রীলংকার অনূর্ধ্ব-১৯ এক ক্রিকেটার গড়ে ফেললেন এই অনন্য নজির।এর আগে সর্বোচ্চ গতির ডেলিভারির কৃতিত্ব ছিল রাওয়ালপিন্ডি এক্সপ্রেস হিসেবে খ্যাত শোয়েব আখতারের। ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করেছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকায় চলতে থাকা অনুর্ধ-১৯ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাতিরানার ওই ওভারের পঞ্চম ডেলিভারিটি ঘণ্টায় ১৭৫ কিলোমিটার গতিবেগ ছিল। বলটি অবশ্য ভারতীয় ওপেনার যশশ্বী জয়সওয়ালের মাথার অনেকটা ওপর দিয়ে বেরিয়ে যায়। শেষ পর্যন্ত ৮ ওভার বল করে কোনো উইকেট ছাড়াই ৪৯ রান দেন পাতিরানা। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২৯৭ রান তোলে ভারত। জবাবে ২০৭ রানেই অলআউট হয় শ্রীলঙ্কা।

Related Posts

Leave a Reply