May 19, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

সামনের সপ্তাহেই ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধ চায় পাকিস্তান !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের প্রস্তাব দেওয়া হলো পাকিস্তানের সংসদে।এমনকি আগামী ১০ ফেব্রুয়ারি থেকেই সেই যুদ্ধ শুরু করার আর্জি জানানো হলো। সোমবার পাকিস্তানের সংসদে জম্মু-কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের প্রস্তাবের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন সেদেশের এমপিরা।

সেদিনই জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজলের নেতা মাওলানা আবদুল আকবর ছিত্রালি, আগামী ১০ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আবেদন করেন। তিনি দাবি করেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করার মাত্রই সজাগ হয়ে উঠবে আন্তর্জাতিক সংগঠনগুলো। তারপরই কাশ্মীর নিয়ে কয়েক দশক ধরে দু’দেশের মধ্যে যে টানাপোড়েন চলছে তাতে হস্তক্ষেপ করতে বাধ্য হবে। আর এর ফলে সমাধান হবে এই সমস্যার।

Related Posts

Leave a Reply