May 17, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

বিরল ঘটনার সরণিতে ঠাঁই পেলেন শ্রেয়স আইয়ার !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে চার নম্বরে নেমে ১০৭ বলে ১০৩ রান করেন শ্রেয়স আইয়ার। ওই একই ম্যাচে নিউজিল্যান্ডের রস টেলরও চার নম্বরে নেমে ৮২ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন। এমন ঘটনা সচরাচর দেখা না গেলেও ক্রিকেটের ইতিহাসে আরও বার দুয়েক ঘটে গেছে এই ধরণের  ঘটনা।

ওয়ানডে ক্রিকেট এই নিয়ে তৃতীয়বার একই ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমে দুই দলের দুই ক্রিকেটারই সেঞ্চুরি হাঁকান। প্রথম ২০০৭ সালে হারারেতে জিম্বাবয়ে-দক্ষিণ আফ্রিকা ম্যাচে চার নম্বরে নেমে সেঞ্চুরি করেন এবি ডিভিলিয়ার্স (১০৭) এবং টাটেন্ডা টাইবু (১০৭)। এরপর আবারো ২০১৭ সালে কটকে ভারত-ইংল্যান্ড ম্যাচে চার নম্বরে নেমে সেঞ্চুরি করেন যুবরাজ সিং(১৫০) এবং ইয়ান মর্গ্যান (১০২ )

Related Posts

Leave a Reply