May 18, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

দেখে নিন টি ব্যাগে পিন নেই তো …

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

চায়ের নানা গুণাগুণের মধ্যে অন্যতম হলো ক্লান্তি দূর করা। চিকিৎসকরা বলছেন, চা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। এ ছাড়া ধূমপানের কারণে শরীরে যে জীবাণু তৈরি হয়, চা পানের ফলে সেগুলো নষ্ট হয়। তবে অজান্তেই ক্ষতির আশঙ্কাও থাকে। অনেক কম্পানির টি ব্যাগে স্ট্যাপলার পিন দিয়ে ট্যাগ লাগানো থাকে। এর মাধ্যমে শরীরে ক্ষতিকর জীবাণু প্রবেশ করতে পারে।

রক্তক্ষরণ

পিন যেহেতু ধাতব পদার্থ, সেটি শরীরের জন্যও ক্ষতিকর। ফলে গ্রিন টি হোক আর সাধারণ চা-ই হোক, উপকারের পরিবর্তে ক্ষতি জুটতে পারে। চায়ের কাপে পিন ডুবে থাকার ফলে পাকস্থলী ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থাকে। এমনকি রক্তক্ষরণও ঘটতে পারে।

ফুসফুস সমস্যা

বিশেষজ্ঞরা বলছেন, গরম পানিতে এ ধরনের পিন ডুবিয়ে চা পানের ফলে গ্যাস্ট্রিকও হতে পারে। এমনকি আক্রান্ত হতে পারে ফুসফুসও। সে কারণে চায়ের ব্যাগে পিন দেখলে তা এড়িয়ে চলতে হবে।

Related Posts

Leave a Reply