May 19, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

৩৯ বছর আগেই রোপন করা হয়েছিল করোনা ভাইরাসের বীজ !  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

৯ বছর আগেই রোপন করা হয়েছিল করোনা ভাইরাসের বীজ! সম্প্রতি একটি টুইটার পোস্টকে ঘিরে চমকে উঠেছে গোটা বিশ্ব। প্রায় ৪ দশক আগে লেখা একটি উপন্যাস ‘‌দ্য আইজ অফ ডার্কনেস’‌-এ এই করোনাভাইরাসের মতো একটি ভাইরাসের কথা উল্যেখ করা হয়েছিল। শুনলে অবাক হবেন, সেই ভাইরাসের উৎসও কিন্তু ছিল চীনের উহান শহর। বইয়ে ভাইরাসটির নাম দেওয়া হয়েছিল উহান-৪০০।

১৯৮১ সালে ডিন কুন্টজ নামে একজন লেখক এই রহস্য উপন্যাসটি লিখেছিলেন। উপন্যাসে মানুষের তৈরী এই ভাইরাসটিকে জৈবিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। রীতিমতন ল্যাবরেটরিতে তৈরী করা হয়েছিল সেই মারণ ভাইরাস। নেটিজেনদের প্রশ্ন, ‘‌এটা কি আদৌ কাকতালীয়?‌’‌‌

Related Posts

Leave a Reply