May 18, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

ক্রিকেটকে খেলা হিসেবে মানতে রাজিই নয় এই দেশ 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ক্রিকেট আবার কোন খেলা নাকি ? এমনটাই বলছে রাশিয়া সরকার সে কারণে ক্রিকেটকে খেলা হিসেবে মেনে নিতে অস্বীকার করেছে রাশিয়া । ইংল্যান্ড বিশ্বকাপ জয়ের পরদিন রাশিয়ার ‘রেজিস্ট্রি অব স্পোর্টস’ তালিকা থেকে বাদ পড়ে ক্রিকেট।

ভ্লাদিমির পুতিনের দেশে কেউ ক্রিকেট খেলতে পারেন। তবে সেটাকে খেলা হিসেবে গণ্য করা হবে না। দেশটির ক্রীড়ামন্ত্রী পাভেল কলোবকোভ এক বিবৃতিতে জানান, ক্রিকেট কোনো খেলা নয়। সে কারণে খেলা হিসেবে ক্রিকেটকে স্বীকৃতির প্রস্তাব আমরা প্রত্যাখান করছি।

এর আগে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা ক্রিকেটকে খেলা হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেছিল। তবে বেশিদিন তারা নিজেদের সিদ্ধান্তে অনড় থাকতে পারেনি।

এবার রাশিয়া একই পথে হাঁটছে। সারাবিশ্বে ফুটবলের পর দ্বিতীয় জনপ্রিয় খেলা ক্রিকেট। অথচ রাশিয়া সেটা মানছে না। এর আগে রাশিয়ার টেনিস তারকা মারিয়া শারাপোভা বলেছিলেন, তিনি শচীন টেন্ডুলকরের নাম কখনো শোনেননি। যা নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল।

ভারতীয় ক্রিকেট সমর্থকদের রোষের মুখে পড়তে হয়েছিল শারাপোভাকে। অনেকে আবার বলেছিলেন, প্রচারের আলোয় আসার জন্য শারাপোভা এমন কথা বলেছেন।

শুধু ক্রিকেট নয়, মুয়া থাই নামের বক্সিংও রাশিয়ার ‘রেজিস্ট্রি অব স্পোর্টস’ তালিকায় জায়গা পায়নি।

Related Posts

Leave a Reply