May 18, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

তেলের দামেও করোনা ভাইরাসের থাবা ! খুশি মধ্যবিত্ত 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

রোনা ভাইরাসের জেরে বিশ্ববাজারে দাম কমছে তেলের। এই ঘটনায় আতংকের আবহেও খুশি মধ্যবিত্ত জনগণ। বিশ্বজুড়ে চাহিদা কমেছে তেলের। এই পরিস্থিতিতে, তেল উৎপাদক দেশগুলিকে উৎপাদন কমিয়ে আনার পরামর্শ দিয়েছিলো ওপেক। রাশিয়া এই প্রস্তাবে সারা না দেওয়ায় প্রায় সাড়ে ৭ শতাংশ দাম পড়লো তেলের।

বাজার খোলার পর ব্রেন্টের বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৩.৭১ মার্কিন ডলার বা ৭.৪% কমে দাঁড়িয়েছে ৪৬.৩১ ডলার। আর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি ব্যারেল তেলের দাম ৭.৪% বা ৩.৪১ মার্কিন ডলার কমে দাঁড়িয়েছে ৪২.৪৯ ডলার। ২০১৭ সালের জুলাই মাসে শেষবার তেলের দাম এতটা হ্রাস পেয়েছিল বলে খবর।

Related Posts

Leave a Reply