May 20, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

‘স্বেচ্ছামৃত্যু’ মঞ্জুর হলো ভারতীয় হস্তিনীর 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

স্বেচ্ছামৃত্যু। পরিচিত শব্দ। কিন্তু হয় ক’জনের? বিভিন্ন দেশে এই ধরণের নিষ্কৃতি নিয়ে আবেদন-নিবেদন, মামলা-মোকদ্দমার শেষ নেই। কিন্তু এবার এমন সৌভাগ্যের অধিকারী হলো ভারতীয় এক হস্তিনী। ঘটনাটি ঘটেছেমার্কিন মুলুকের ওয়াশিংটন শহরের স্মিথসোনিয়ান চিড়িয়াখানায়। সেখানে ৭২ বছর বয়সী ‘আম্বিকা’ নামের ওই হস্তিনীকে গত শুক্রবার যন্ত্রণাহীন মৃত্যু দেওয়া হয়। তার বয়স, শারীরিক এবং মানসিক অবস্থা বিচার করে আম্বিকাকে স্বেচ্চামৃত্যু দেওয়ার সিদ্ধান্ত নেন পশু চিকিৎসকরা।

প্রিয় হাতির মৃত্যুতে শোকগ্রস্ত চিড়িয়াখানা কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, ১৯৪৮ সালে ভারতে জন্ম হাতিটির। যখন  তার মাত্র আট বছর বয়স অর্থাৎ ১৯৫৬ সাল থেকে ৫ বছর জঙ্গলে কাঠ বয়ে নিয়ে যাওয়ার কাজ করত সে। পরে ওয়াশিংটনের ওই চিড়িয়াখানাকে অম্বিকাকে উপহার দেয় ভারত। এশিয়ার হাতি বাঁচাও আন্দোলনের মুখ হিসেবে অম্বিকাকে ব্যবহারকরা হতো একসময়।

Related Posts

Leave a Reply