May 15, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

লুইস হীন হলেন ডাকওয়ার্থ

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

লে গেলেন আধুনিক ক্রিকেটের রূপকার টনি লুইস। ডাকওয়ার্থ হারালেন ক্রিকেটের বুকে ইতিহাস হয়ে থাকা তার একান্ত সঙ্গীকে। ক্রিকেটে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির অন্যতম জনক ছিলেন এই টনি লুইস। গতকাল অর্থাৎ বুধবার রাতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এই খবরের সত্যতা স্বীকার করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

গণিতজ্ঞ ফ্রাঙ্ক ডাকওয়ার্থ এবং লুইস মিলে ক্রিকেটে বৃষ্টি বিঘ্নিত ম্যাচের জন্য কিছু নিয়ম তৈরী করেন। যা প্রথম ব্যাবহার করা হয় ১৯৯৬-৯৭ সালে জিম্বাবোয়ে-ইংল্যান্ড ম্যাচে। এই পদ্ধতির নামকরণও করা হয় তাদের নামে। আইসিসি এই পদ্ধতিকে মান্যতা দেয় ১৯৯৯ সালে। ২০১৪ সালে কুইন্সল্যান্ডের এক অঙ্ক বিশারদ স্টিভেন স্টার্নএই পদ্ধতিতে কিছু পরিবর্তন আনেন। যার ফলে ২০১৫ বিশ্বকাপ থেকে চালু হয় ডার্কওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতি।

Related Posts

Leave a Reply