May 15, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

এই ফসলেই নষ্ট টিনেজারদের শুক্রাণু!  

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

কৃষক মনের আনন্দে তাঁর কৃষিজাত দ্রব্যের ফলন বাড়াতে দিচ্ছে সার। আর গাছের বৃদ্ধ হচ্ছে হু-হু করে। ফলনও বেশি। দেখতে সুন্দর, টাটকা। বিক্রি বেশি। স্বাদ না পেলও মানুষ গোগ্রাসে গিলছে। উপায়ই বা কী!
উপায় কী, তা অন্য ভাবনা। তবে, গবেষকদের কথা অনুযায়ী এই সার, টিনেজারদের শুক্রাণুর উপর ব্যাপক প্রভাব ফেলছে। এই অতিরিক্ত সার ব্যবহারের ফলে যে ফসলের ফলন হচ্ছে, তা খেয়ে শুক্রাণু নষ্ট হয়ে যাচ্ছে টিনেজারদের।
এমনটাই বিশেষ পরীক্ষার পর জানিয়েছেন, জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেলিসা পেরি। ফারো আইল্যান্ডের ৯০ জন তরুণের উপর এই পরীক্ষা চালান পেরি। এদের বেশিরভাগেরই বয়স ছিল ১৪ বছরের একটু বেশি। দেখা যায়, এদের শুক্রাণু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরবর্তী জীবনে, বা বিবাহিত জীবনে যার প্রভাব হতে পারে মারাত্মক।

Related Posts

Leave a Reply