May 13, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

স্পেন, ইতালি এবং ফ্রান্সকে পেছনে ফেলে বাজিমাত পর্তুগালের  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

সাস্থ পরিকাঠামোয় বিশ্বের তথা ইউরোপের তথাকথিত সেরা দেশগুলোর যখন ত্রাহি ত্রাহি রব। তখন অত্যন্ত ক্ষুদ্র পরিকাঠামো নিয়ে এই মহামারীর বিরুদ্ধে যুঝে চলেছে ইউরোপের ছোট্ট একটি দেশ পর্তুগাল। একটি মাত্র পন্থাতেই বাজিমাত করে চলেছে তারা। আর সেটা হলো ‘লকডাউন’।দ্রুত শৃঙ্খলাবদ্ধ ভাবে লকডাউন কার্যকর করার সাথে সাথে ভৌগলিক দেশের অবস্থানও তাদের কিছুটা সাহায্য করে।

ইউরোপের অন্যান্য দেশগুলির তুলনায় পর্তুগালের স্বাস্থ্য ব্যবস্থা অনেকটাই দুর্বল। এই সীমিত স্বার্থ নিয়ে করোনা ভাইরাসের মতন মহামারীর বিরুদ্ধে লড়তে নেমে শুরুতেই লকডাউনের রাস্তায় হাটতে শুরু করে তারা। ফল স্বরূপ বর্তমানে সেদেশে করোনা সংক্রমণের হার মাত্র ৩ শতাংশ। অথচ স্পেনে সেই হার ১০ শতাংশ, ব্রিটেনে ১২ এবং ফ্রান্সে ১৫ শতাংশ। প্রসঙ্গত, পর্তুগালে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮০৯১ জন। মৃত্যু হয়েছে ৫৯৯ জনের।

Related Posts

Leave a Reply