May 17, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

বলে কি ? ২০২৫-এ আপনার পাশে থাকবে না কেউ 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
ফেসবুক করতে করতে ভরসা করে আমাদের হাতে আপনার হাতখানি রাখুন। ঘড়ির কাঁটাকে দ্রুত ঘুরিয়ে আপনাকে নিয়ে যাব ২০২৫-এ। তখন মানুষের সামাজিক জীবনযাত্রা কেমন হবে? স্যোশাল মিডিয়া কতখানি দখল করবে আমাদের ভাবনা-চিন্তায়, তারই কিছু ছবি ভবিষ্যত ক্যানভাসে তুলে ধরব আমরা।
বিতর্ক থাকতে পারে। আপনি সহমত নাও হতে পারেন। যুক্তি দিয়ে জাল ছিঁড়ে বেরনোর চেষ্টা করতে পারেন। শত চেষ্টা করেও দেখবেন আপনি চক্রব্যূহে পড়ে রয়েছেন। কেননা, স্মার্টফোনে বুঁদ হয়ে আজ যেভাবে আমরা পথ চলা শুরু করেছি, ভবিষ্যতে এই পথ আরও প্রশস্ত হবে। সেই পথে হাতে স্মার্টফোন নিয়ে একলা চলবেন আর থাকবে কিছু ভারচুয়াল বন্ধু। যাঁরা আপনার পাশে থেকেও নেই। সুখে, দুঃখে দু-একখান লাইক, রিপ, শেয়ার। এইভাবে সত্যিই কি মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য হতে পারে?
এক সমীক্ষা বলছে ২০২৫ এ জীবন অনেক-অনেক উন্নত হলেও আপনার চারপাশে থাকবে না কোন ভাললাগার মানুষ। কোন বন্ধু। পুরো জীবনটাই ভোরে থাকবে ভার্চুয়াল সম্পর্কে। জেনে যখন গেলেন তখন এখন থেকেই হয় সাবধান হন, নিজের সম্পর্ক গুলি গুছিয়ে রাখুন অথবা একলা জীবন কাটাতে অভ্যস্ত হন।

Related Posts

Leave a Reply