May 13, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

আয় যা-ই থাক, যা মেনে চললেই কোটিপতি

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

টাকা থাকলে পৃথিবীতে চলার পথ বেশ সহজ হয়ে যায়। কোনো রকমের ভাবনা থাকে না। জীবনও হয়ে ওঠে ঝিরঝির হাওয়ার মতো ফুরফুরে। কিন্তু চাইলেই তো আর সবাই টাকার মালিক হতে পারে না। তবে এবার বোধহয় চাইলেই যে কেউ কোটিপতি হয়ে যেতে পারেন।

কীভাবে? ছটফট করবেন না। কিছু ট্রিকস দিচ্ছি। হিসেবটা মিলিয়ে নিলেই বুঝবেন আসলেই সম্ভব কোটিপতি হওয়া।

মাস গেলে ব্যাঙ্কে কত টাকা ক্রেডিট হয় তা বড় কথা নয়। সেখান থেকে বাঁচিয়ে আপনি কত টাকা সঞ্চয় করতে পারলেন সেটাই আসল কথা। আর শুধু বাঁচালেই হবে না, এরসঙ্গে বিনিয়োগও থাকতে হবে। তাও দীর্ঘ সময় ধরে। সবার আগে সামনে রাখতে হবে তিনটি পয়েন্ট।

ক. সঞ্চয় থেকে মাসে বা বছরে কত টাকা বিনিয়োগ করতে পারবেন
খ. কোথায় বিনিয়োগ করলে কত রিটার্ন পাওয়া যাবে।
গ. কত দিন পর্যন্ত বিনিয়োগ করতে হবে।

সঠিক সময়ে সঠিক জায়গায় বিনিয়োগ করাও জরুরি একটি ব্যাপার। আর এটা করতে পারলেই অর্ধেক কাজ হয়ে যায়। বাকি অর্ধেক ধৈর্য ধরে বিনিয়োগ করে যাওয়া। মোটামুটি ভাবে একটা হিসাব আমরা দিচ্ছি।

ধরা যাক, কেউ বছরে ৫০ হাজার টাকা বিনিয়োগ করতে পারেন। অর্র্থাৎ মাসে প্রায় ৪ হাজার টাকা বিনিয়োগ করতে পারেন। সেটা যদি তিনি ২৫ বছরে করে যেতে পারেন, তবে আপনার কোটিপতি হওয়া আটকাবে না।একই অনুপাতে পরিমাপ এবং রিটার্ন অনুযায়ী বিনিয়োগের সময় বাড়বে বা কমবে। তবে খেয়াল রাখতে হবে, প্রতি মাসে বিনিয়োগটি ঠিকঠাক করে রাখতে হবে।

Related Posts

Leave a Reply