May 15, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

শুধু এক স্প্রে আর ৩ মাস করোনা দূর  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

রোনা থেকে মুক্তি পেতে গোটা বিশ্ব খুঁজে বেড়াচ্ছে ভ্যাকসিন, নানা উপায়। কিন্তু কেমন হয় যদি এমন কিছু পাওয়া যায় যা শুধু স্প্রে করে দেবেন আর করোনা ভাইরাস দূরে পালাবে। হংকং তো সেরকমই দাবি করছে। এমন এমনই এক জীবণুনাশক তৈরি করেছে হংকং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যা একবার স্প্রে করলে ৯০ দিন করোনা ভাইরাস (কোভিড-১৯) থেকে সুরক্ষা পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের অ্যাডজান্ট প্রফেসর জোসেফ কোয়ান জানান, পাবলিক প্লেস, লিফটের বাটনে, সিঁড়ির হাতলে অনেক জীবাণু ও ব্যাকটেরিয়া থাকে। এসব জায়গায় এই জীবানুনাশকটি স্প্রে করলে এক ধরনের প্রলেপ তৈরি হবে। প্রলেপটি শুকানোর পরও ব্যাকটেরিয়া, ভাইরাস এবং স্পোরগুলিকে মেরে ফেলতে সক্ষম যা ৯০ দিন সুরক্ষা দিতে পারে।

গবেষকরা জানায়, হংকং শহরের শপিংমল, স্কুল, ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃপক্ষ জীবাণুনাশকটি গ্রহণ করেছে। ইতোমধ্যে তারা এই জীবাণুনাশকের ব্যবহার শুরু করেছে।

Related Posts

Leave a Reply