May 21, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

এই দেশে মানবঅঙ্গ সরকারি সম্পত্তি !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

চিকিৎসাবিজ্ঞানে একজনের অঙ্গ অন্যজনের দেহে প্রতিস্থাপনের সফলতা প্রমাণিত হয়েছে বহুদিন আগেই। অন্ধ ব্যক্তি এখন সহজেই অন্যজনের চোখ দিয়ে ভালোভাবে দেখতে পারেন। একইভাবে কিডনিসহ আরও কিছু অঙ্গ-প্রত্যঙ্গ একজনের দেহ থেকে অন্যজনের দেহে সফলভাবে প্রতিস্থাপন করা যাচ্ছে। আর ফ্রান্স সরকার এ বিষয়টিকেই বড় আকারে করার জন্য আইনে পরিবর্তন এনেছে। 

ফ্রান্সের নতুন এ আইনে যেকোনো নাগরিক মারা গেলে সরকার তার দেহের প্রয়োজনীয় কোনো অঙ্গ গ্রহণ করে তা কাজে লাগাতে পারবে।

কিন্তু কেউ যদি অঙ্গদান করতে রাজি না হয়? কারো যদি অঙ্গদান করতে সম্মতি না থাকে তাহলে বিষয়টি আগেই জানিয়ে রাখতে হবে। এ ক্ষেত্রে তিনি অঙ্গদানের জন্য বিবেচিত হবেন না। এ প্রক্রিয়াটি সঠিকভাবে পরিচালিত করার জন্য ন্যাশনাল রিজেকশন রেজিস্টার চালু করা হয়েছে। এতে এখন পর্যন্ত দেড় লাখ মানুষ তাদের অস্বীকৃতি জানিয়েছেন।

এ তালিকার বাইরের সব মানুষই মারা যাওয়ার পর তাদের দেহের প্রয়োজনীয় অঙ্গ অন্যদের জন্য রেখে যাবেন। চিকিৎসকরা যদি মনে করেন তার দেহের কোনো অঙ্গ অন্য কারো জন্য প্রয়োজন তাহলে তারা সেই অঙ্গটি ব্যবহার করতে পারবেন।

Related Posts

Leave a Reply