May 14, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

করোনা মুক্তির পর হাতে ধরানো হলো সাড়ে ৭ কোটি টাকার বিল !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

চিকিৎসকদের চেষ্টায় শেষপর্যন্ত করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছুটি মেলে ৭০ বছর বয়সী মাইকেল ফ্লরের। বাড়িতে ফেরার আগে তার সমস্ত জিনিসপত্রের সঙ্গে তাকে ধরিয়ে দেওয়া হয় ১৮১ পাতার বিল। তাতেই দেওয়া হয়েছে সুস্থ হওয়ার জন্য ১.১ মিলিয়ন ডলারের খতিয়ান। ভারতীয় মুদ্রায় টাকার অঙ্কটি হলো প্রায় সাড়ে ৭ কোটি ! বিলের অঙ্ক শুনে আবারো তার আইসিউতে স্থানান্তর হওয়ার জোগাড়। মার্কিন মুলুকের সিয়াটলের ঘটনা।

করোনায় আক্রান্ত হয়ে সিয়াটলের ইসাকোয়ায় সুইডিস মেডিক্যাল সেন্টারে ভর্তি হন মাইকেল। পরিস্থিতি এতটাই সংকটজনক ছিল যে, তার কিডনি, ফুসফুস, হৃদপিণ্ড কার্যত কাজ করা বন্ধ করে দিয়েছিল। টানা ২৯ দিন তাকে ভেন্টিলেশনে রাখা হয়। জানা যাচ্ছে, ওই হাসপাতালে আইসিউ-র ডেইলি চার্জ ছিল ৯,৭৩৬ মার্কিন ডলার। টানা ৪২ দিন আইসোলেশনে থাকায় সেই অংক গিয়ে দাঁড়ায় ৪,০৮,৯২ ডলারে। ভেন্টিলেটরের জন্য প্রতিদিন খরচ হত ২৮৩৫ ডলার। যদিও স্বাস্থ্য বিমা থাকায় পুরো বিল তাকে মেটাতে হয়নি।

Related Posts

Leave a Reply