May 20, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

এবার কি চীনের নজরে অরুণাচল: তৈরী ভারত  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বার কি অরুণাচল প্রদেশের দিকে নজর চীনের। ভারত কিন্তু ইতিমধ্যেই আট ঘাট বেঁধে তৈরী। লাদাখে যেখানে বিশ্বের উচ্চতম এয়ারস্ট্রিপ দৌলত বেগ ওল্ডি ঘুম কেড়েছে চীনের, তেমনি ভারতের পূর্ব সীমান্তে চীনকে নাস্তানাবুদ করতে তৈরী রয়েছে আট আটটি বিমান ঘাটি। অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় সেনাদের যাতায়াত সুগম করতে অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ড বা এএলজিকে ইতিমধ্যেই সক্রিয় করা হয়েছে।

চীন-ভারত সীমান্তের দৈর্ঘ্য চার হাজার কিলোমিটার। তার চার ভাগের এক ভাগ রয়েছে অরুণাচল প্রদেশে। ২০০৯ সালে অরুণাচলের আটটি পুরোনো এএলজিকে কাজের উপযোগী করে তোলার ছাড়পত্র দেয় কেন্দ্র। যাতে কাছাকাছি ঘাঁটি থেকে বিমান পৌঁছে যেতে পারে চীন সীমান্তে। ২০১৫ সালের অক্টোবরে প্রথম খুলে দেওয়া হয় ওয়ালংয়ের এএলজি। চীন সীমান্ত থেকে দূরত্ব ২০ কিলোমিটারের সামান্য বেশি। গত বছর বিজয়নগর এএলজি-র কাজ শেষ হয় । চীন সীমান্ত থেকে দূরত্ব ১২০ কিলোমিটার।

খুলে দেওয়া হয়েছে জিরো, অ্যালং, মেচুকা, পাসিঘাট, তুতিং, তাওয়াং এএলজি। ২০১৬ সালের অগস্টে পাসিঘাঁটে তিনটি সুখোই যুদ্ধবিমান নামে। ওই বছরই নভেম্বের মেচুকায় নামে সি১৭ গ্লোবমাস্টার বিমান। তুতিংয়ের অবস্থানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাওয়াং থেকেও সীমান্ত মাত্র ৩৪ কিলোমিটার।

Related Posts

Leave a Reply