May 13, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

গালওয়ান সমস্যা মেটার কোনো লক্ষণ অদূর ভবিষ্যতে নেই 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ভারত-চীন সম্পর্কে গালওয়ান সমস্যা মেটার কোনো লক্ষণ অন্তত অদূর ভবিষ্যতে নেই। কারণ হিসেবে বিশেষজ্ঞদের ধারণা, এর পিছনে রয়েছে চীনের বড়োসড়ো পরিকল্পনা। সত্তর বছরের কূটনৈতিক সম্পর্কে এই প্রথম বেজিং গালওয়ান উপত্যকাকে নিজেদের বলে দাবি করেছে।অভিজ্ঞমহলের ধারণা পূর্ব লাদাখে ভারতের পরিকাঠামো নির্মাণের চেষ্টা যথেষ্ট বিপাকে ফেলে দেয় বেইজিংকে। ভারতীয় সেনাকে আকসাই চীন এবং জিংঝিয়াং-তিব্বত হাইওয়ে থেকে দূরে রাখার উদ্দেশ্যেই চীনের গালওয়ান তাস।

লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পরই নড়েচড়ে বসে ব্ইজিং। আকসাই চীন বেদখল হতে পারে বলে আতংকে ভুগতে শুরু করে চীন। বেইজিংয়ের বক্তব্য, চীনের সার্বভৌমত্বকে বানচাল করার জন্যই ভারতের এই আইন পরিবর্তন। প্রসঙ্গত, আজই চীনের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, লাদাখে গত ১৫ জুন রাতের ঘটনা নিয়ে ভারত মিথ্যা প্রচার চালাচ্ছে।

Related Posts

Leave a Reply