May 20, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

‘হুরিয়ত কনফারেন্স’ ছাড়লেন গিলানি

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

‘হুরিয়ত কনফারেন্স’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানি। আজ অর্থাৎ সোমবার চিঠি দিয়ে এই সম্পর্ক ত্যাগের কথা জানিয়ে দেন ৯০ বছর বয়সী এই নেতা। গত তিন দশক ধরে উপত্যকার বিচ্ছিন্নতাবাদী রাজনীতির প্রথম সারির মুখ গিলানি। আজ এক অডিও বার্তায় তিনি জানান, বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে আমি হুরিয়তের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিচ্ছি।

নব্বইয়ের দশক থেকেই কাশ্মীবের বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়ত কনফারেন্সকে নেতৃত্ব দিয়ে আসছেন গিলানি। ২০০৩ সালে তিনি ওই সংগঠনের আজীবন চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হয় তাকে। প্রায় ১১ বছর ধরে গৃহবন্দি রয়েছেন গিলানি সহ উপত্যকার অন্যান্য বিচ্ছিন্নতাবদী নেতারা। ৩৭০ ধারা বাতিলের পর নজরদারি আরও বাড়ানো হয়। কাশ্মীরের তিনবারের এই বিধায়কের সরে দাঁড়ানোটা কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Posts

Leave a Reply