May 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

গালওয়ান সীমান্তে প্রকৃতি এবার ধাওয়া করলো চীনা বাহিনীকে

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

থায় আছে না, ধর্মের কল বাতাসে নড়ে। তা না হলে প্রকৃতি কেনই বা এমন পাল্টা মার দেওয়ার ব্যবস্থা করলো চীনা সেনাদের! অন্যায় ভাবে গালওয়ান সীমান্তে প্যাংগং এবং গলওয়ান নদীর গা ঘেঁষে প্রায় মাস খানেক দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার চীনা সেনা। এমনই এক সময়ে গলওয়ান নদীতে দেখা দিয়েছে প্রবল বন্যা। বড়ো ধরণের দুর্ঘটনা এড়াতে ইতিমধ্যেই চীনা সেনার দল পিছু হটতে শুরু করেছে বলে জানা যাচ্ছে।

দিনকয়েক ধরেই গলওয়ান নদীর জল ক্রমাগত বেড়ে চলেছে। আসলে আকসাই চীন থেকে উৎপন্ন এই নদীটি বরফগলা জলে পুষ্ট। বর্তমানে তাপমাত্রা অনেকটা বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ঘাঁটি গেড়ে বসে থাকা কয়েকটি চীনা সেনা ছাউনি প্রবল জলের তোরে ভেসে গিয়েছে। ভারতীয় সেনার দাবি, প্রাণে বাঁচতে পিছু হটতে শুরু করেছে লাল সেনা।

Related Posts

Leave a Reply