May 15, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

উধাও করোনার ওষুধ: দিল্লিতে বিপুল দামে চলছে কালোবাজারি 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

দেশে করোনা আক্রান্তের সংখ্যা যত বাড়ছে ততই জনগণের সামনে হাজির হচ্ছে নয়া বিপদ। কি সেই বিপদ? হঠাৎ করেই বাজার থেকে উধাও হয়ে যাচ্ছে করোনা চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ। বিপুল দাম দিয়ে কালোবাজার থেকে সেই ওষুধ কিনতে হচ্ছে রোগীর পরিজনদের। আপাতত দিল্লি এবং মহারাষ্ট্রের বাসিন্দাদের পোহাতে হচ্ছে এই দুর্ভোগ।

জানা যাচ্ছে, করোনা চিৎসার জন্য প্রয়োজনীয় রেমডিসিভির এবং টসিলিজুমাব নামক দুটি ইনজেকশনের চাহিদা হঠাৎ করেই বিপুল পরিমানে বেড়ে গেছে। পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে উঠেছে যে খোলা বাজার থেকে প্রায় উধাও হয়ে গেছে এই ওষুধগুলি।

রোগীর পরিস্থিতি জটিল আকার ধারণ করলে চিকিৎসকরা রেমডিসিভির ব্যবহার করার পরামর্শ দেন। রেমডিসিভির-এর নির্ধারিত বাজার মূল্য ৫,৪০০ টাকা। এটাই কালোবাজারে বিকোচ্ছে ৩০ হাজার থেকে ৩৮ হাজার টাকায়।

Related Posts

Leave a Reply