May 11, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

আচমকা চুল উঠে মাথা সাফ? ঘন, কালো চুলের সন্ধান রয়েছে ঘরের পাশেই!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ঠাৎ চুল উঠতে শুরু করেছে? পুঞ্জ পুঞ্জ, দ্বীপের থেকে শুরু করে মরুভূমির মতো— মাথায় আমদানি হচ্ছে অনেক কিসিমের টাকের? মোকাবিলা করবেন কীভাবে?

জেনে নিন সমাধান
প্রথমেই বলে রাখা ভাল, আচমকা টাক পড়ার একাধিক কারণ থাকতে পারে। এটা যদি জিনঘটিত ব্যাপার হয়, তাহলে পরচুলাই সম্ভবত শ্রেষ্ঠ সমাধান। কিন্তু হঠাৎ টাকের নেপথ্য যদি স্ক্যাল্প বা ফলিকলের কোনও গোলমাল থাকে, বা কোনও সংক্রমণের কারণে টাক পড়তে শুরু করে, তাহলে এই বস্তুটি অসীম উপকারে আসে। এবং সেই বস্তুটি রয়েছে একেবারে হাতের নাগালে, হয়তো আপনার বাড়িতেই। কী সেই জিনিস? দেখে নিন ছবি।

হ্যাঁ, জবা ফুল। এবারে জেনে নিন কীভাবে কাজে লাগাবেন। প্রথমেই মাথায় রাখুন, জবাটি একেবারে গাছ থেকে নেওয়া হলে সবথেকে ভাল হয়। প্রয়োজন অনুযায়ী ফুল নিয়ে ভাল করে বেটে ফেলুন। এবার সেটি ফাঁকা জায়গায় মাখুন। খেয়াল রাখবেন যাতে পুরো ফাঁকা জায়গাটায় ফুলের বাটা ভরে যায়। রাতের দিকে মাথায় মেখে একটা কাপড় দিয়ে মাথাটা বেঁধে ফেলুন। মাখার ঘণ্টাদুয়েক বাদে ঘুমোতে যান। সকালে উঠে স্বাভাবিক তাপমাত্রার জলে ধুয়ে ফেলুন। এটা ক্রমাগত করতে থাকুন। চুল উঠে গেলে বন্ধ করে দেবেন।

এ ক্ষেত্রে সতর্কতা একটাই। ঠান্ড লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। খেয়াল রাখবেন।

Related Posts

Leave a Reply