June 23, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

রাস্তার ধারে ‘ছোলে-কুলচা’ বিক্রি করেই আজ এসইউভি’র মালিক 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

রাস্তার ধারে দেখা ‘ছোলা-কুলচা’ যে এভাবে একদিন জীবন বদলে দিতে পারে তা এই মহিলাকে না দেখলে জানা যেত না। রাস্তার ধরে ঠেলা গাড়িতে কুলচা বিক্রি করেই আজ কোটিপতি গুরুগ্রামের এই গৃহবধূ। ‘ঊর্বশী’জ ছোলা-কুলচা’। গুরুগ্রামের এই দোকানের মালকিন ঊর্বশী যাদব। ঠেলাগাড়িতে ছোলে-কুলচা বিক্রি শুরু করে এখন এক রেস্তরাঁর মালিক তিনি। বর্তমানে একটি ৩ কোটির বাড়ি এবং একটি এসইউভি-র মালিক ঊর্বশী।

সম্ভ্রান্ত পাঞ্জাবি পরিবারের মেয়ে ঊর্বশী। ২০১০ সালে একটি নামী রিয়েল এস্টেট সংস্থায় ম্যানেজার অমিতের সঙ্গে তার বিয়ে হয়। ২০১০ সালে ক্রিকেট খেলতে গিয়ে অমিত প্রথম দুর্ঘটনার কবলে পড়েন। বছর দুয়েক পর একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতা শুরু করেন উর্বশী। কিন্তু ২০১৬ সালে ফের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে ফের গুরুতর জখম হন অমিত। সংসারের ভার এসে পড়ে ঊর্বশীর ঘাড়ে। শহরের রাস্তায় এক কুলচা ওয়ালাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে ব্যবসার আইডিয়া খুলে যায় মাথায়।

Related Posts

Leave a Reply