May 19, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

আপনি নিজেই জানেন না আপনি অসুস্থ, তাই…

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

সুস্থতার লক্ষণ আমরা অনেক সময় বুঝতে পারি না। আর এ কারণে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। যদিও সঠিক সময়ে লক্ষণগুলো দেখে চিকিৎসা নিতে পারলে তা থেকে বাড়তি ঝামেলা এড়ানো যেতে পারে। এ লেখায় তুলে ধরা হলো ডায়াবেটিসের কিছু লক্ষণ।
ডায়াবেটিসে বিশ্বের বহু মানুষ আক্রান্ত হলেও তা সঠিকভাবে জানতে পারেন না। এখানে দেওয়া হলো ডায়াবেটিসের কিছু লক্ষণ।
আপনার যদি উচ্চমাত্রায় বিপি ও রক্তের ট্রাইগ্লিসেরাইড থাকে তাহলে সতর্ক হয়ে যান। এছাড়া আপনি যদি চার কেজি বা তার বেশি ওজনের শিশু জন্মগ্রহণ করে, আপনার যদি উচ্চমাত্রায় ফ্যাট ও অ্যালকোহল খাওয়ার অভ্যাস থাকে, আলসেমি করা অভ্যাস থাকে, দেহের বাড়তি ওজন থাকে, পরিবারের কারো ডায়াবেটিস থাকে তাহলে সতর্ক হয়ে যান।  এছাড়া ডায়াবেটিসের লক্ষণগুলোও জেনে রাখুন। কোনো লক্ষণ আপনার সঙ্গে মিলে গেলে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করান।

টাইপ ওয়ান ডায়াবেটিসের লক্ষণ
১. ১. অতিরিক্ত পিপাসা।
২. ঘন ঘন প্রস্রাবের বেগ।
৩. দৃষ্টিশক্তির দুর্বলতা।
৪. প্রস্রাবে শর্করার উপস্থিতি।
৫. ক্ষুধা বৃদ্ধি সত্ত্বেও ওজন হ্রাস।
৬. ঘুম ঘুম ভাব ও আলসেমি।
৭. শ্বাসকষ্ট। কখনো কখনো তা সংজ্ঞাহীনতায় পরিণত হতে পারে।

টাইপ টু ডায়াবেটিসের লক্ষণ
১. অতিরিক্ত পিপাসা।
২. ঘন ঘন প্রস্রাবের বেগ।
৩. ওজন বৃদ্ধি।
৪. কাজে অবসাদ। চিন্তাভাবনায় অসারতা
৫. দৃষ্টিশক্তির দুর্বলতা।
৬. সংক্রমণের প্রবণতা।
৭. কেটে গেলে বা সংক্রমণ হলে সারতে সময় লাগা।
৮. হাতের আঙুল ও পা টনটন বা শিরশির করা। রক্তের উচ্চমাত্রার গ্লুকোজ নার্ভের ক্ষতি করে। এ কারণেই এমনটা হয়।
৯. পুরুষের যৌনতাতেও পরিবর্তন হতে পারে।

Related Posts

Leave a Reply